Gangubai Kathiawadi

মুম্বই, ২৮ অগাস্ট: সঞ্জয় লীলা বনশালী-আলিয়া ভাটের জনপ্রিয় সিনেমা 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' অস্কারের জন্য ভারতীয় মনোনিত ছবি হওয়ার পথে। অস্কারের জন্য মনোনয়ন পাঠাতে হলে এখনও কিছুটা সময় থাকলেও, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ আলিয়া ভাটের কামাথিপুরার মাতৃতন্ত্রের গল্পকেই এবার অস্কার পাঠাতে চলেছে ভারত। সঞ্জয় লীলা বনশালীর 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি'-সিনেমায় স্বাধীনতার ঠিক পরপর পঞ্চাশ-ষাট দশকের মুম্বইয়ের যৌনপল্লি কামাথিপুরা-র কথা দেখানো হয়েছে। এই সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসিত হন আলিয়া। শুধু সমালোচকদের বিচারেই নয়, বক্স অফিসেও বড় হিট করে এই সিনেমা। বক্স অফিসে ১০০ কোটির টাকার ওপর ব্যবসা করার পাশাপাশি সিনেমাটি ভিস্য়ুয়াল মাস্টারপিস হিসেবেও প্রশংসিত হয়।

জল্পনা চলছিল, রাজামৌলির 'আরআরআর'-কেই এবার হয়তো ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে অস্কারে পাঠানো হতে পারে। দেশের বক্স অফিসে সব রেকর্ড ভেঙে সফলতা পাওয়ার পর আন্তর্জাতিক মহলেও আরাআরআর সাড়া পেলে দেয়। কিন্তু সব দিক বিবেচনা করে হয়তো দু বছর পর আরও একটা বলিউড সিনেমাকেই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের জন্য অস্কারে পাঠানো হচ্ছে। আরও পড়ুন-১০১ তম জন্মদিনে 'যমালয়ে জীবন্ত ভানু' , প্রকাশ্যে এল ছবির পোস্টার

দেখুন টুইট

গত বছর তামিল সিনেমা 'পেবেলস'-কে অস্কারে পাঠিয়েছিল ভারত। ২০১৯ সালে শেষবার বলিউডের কোনও সিনেমাকে অস্কারে পাঠিয়েছিল ভারত। সেটিতেও ছিলেন আলিয়া ভাট। ২০১৯ অস্কারে ভারতের মনোনিত সিনেমা ছিল রণবীর সিংয়ের 'গাল্লি বয়'।