খিলাড়ি বয়ের নয়া খেল,  ফার্স্ট লুকেই চমকে দিলেন ‘বচ্চন পাণ্ডে’ থুড়ি অক্ষয় কুমার
বচ্চন পাণ্ডের ফার্স্ট লুক (Photo Credit: Instagram)

মুম্বই, ২৬ জুলাই:  ২০২০-র ২৫ ডিসেম্বর মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখুন। সেদিন একেবারে অন্যলুকে দর্শক মাতাতে আসবেন বি-টাউনের আক্কি। প্যাডম্যান বা রাউডি লুক নয়, যাকে বলে একেবারে ঝাক্কাস। নিজের আপকামিং ছবির পোস্টার এদিন ইনস্টাগ্রামে শেয়ার করলেন অক্ষয়। পোশাক আশাকে একেবারে দক্ষিণী মাচোম্যান। পোস্টারে দেখা যাচ্ছে লুঙ্গির মতো দেখতে দক্ষিণী পোশাক মুন্ডু পরেছেন আক্কি, রংটি তার কালো। গলায় সোনার হার, হাতে নানচাকু, কপালে দক্ষিণী স্টাইলে তিলক। দুচোখে যেন তীব্র রাগে যেন কটাক্ষ, মুখের বিভঙ্গে অবজ্ঞার আভাস। খিলাড়ি বয় এখানে ‘বচ্চন পাণ্ডে’ (Bachchan Pandey)। ছবির নামও তাই।

‘বচ্চন পাণ্ডে’ ছবির পরিচালক ফারহাদ সামজি, প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। বুড়ো হাড়ে যেন একের পর এক ভেলকি দেখিয়ে চলেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সবে সবে মিশন মঙ্গলের ট্রেলার রিলিজ হয়েছে। আগামী ১৫ আগস্ট অক্ষয় অভিনীত ছবি ‘মিশন মঙ্গল’ মুক্তি পাচ্ছে। তার আগে ট্রেলারেই বাজিমাত করে দিয়েছেন তিনি। অনুরাগীরা সেই লুক দেখে মোহিত, এরমধ্যেই ফের নতুন ছবির লুক প্রকাশ্যে এনে আক্কি মুচকি হাসলেন। হাসির মধ্যেই লুকিয়ে সেই ডায়লগ, ‘পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত’। ‘বচ্চন পাণ্ডে’ যে ২০২০-র ক্রিসমাস ইভ জমিয়ে দেবে তা ফার্স্টলুকেই বেশ বোঝা যাচ্ছে। এখন বলিউড মাতাচ্ছেন জেনারেশন নেক্সটের হিরোরা, শাহরুখ আমীরকে সেই ভিড়ে খুঁজে পাওয়াই দায়। অক্ষয় কিন্তু চালিয়ে খেলছেন, থুড়ি ছক্কা হাঁকাচ্ছেন। মিশন মঙ্গলের পরে পরেই ফের ধামাকা নিয়ে হাজির হবে ‘হাউসফুল ৪’, অক্ষয় সেখানেও ফাটিয়ে দিয়েছেন বলে শোনা যাচ্ছে। এরপরেই তালিকাতে রয়েছে ‘গুড নিউজ’ নামের আর একটা ছবি।

তবে তালিকাটা এখন ফুরোয়নি, দক্ষিণী ছবি ‘কাঞ্চনা’র রিমেক হচ্ছে বলিউডে। ছবির নাম ‘লক্ষ্মী বম্ব’, সেখানেও অক্ষয়। বি-টাউনের রাউডি হিরোকে এই ছবিতে রূপান্তরকামীর ভূমিকায় দেখা যাবে। দুচোখে সুর্মা নিয়ে সে-এক অন্য অক্ষয় কুমার। ছবিতে তাঁর বিপরীতে থাকছেন নায়িকা কিয়ারা আদবানি। ২০২০-র শেষ মাতাবে ফারহাদ সামজির ‘বচ্চন পাণ্ডে’, আর শুরুতে ঝড় তুলবে পরিচালক রাঘব লরেন্সের এই ‘লক্ষ্মী বম্ব’। ছবি মুক্তির দিনও ঠিক হয়ে গিয়েছে, ৫ জুন। বলতে গেলে ঠিক এক বছর পরে অচেনা মোড়কে খিলাড়ি বয়কে নতুনভাবে ফিরে পাবে বি-টাউন। ততক্ষণ তো অপেক্ষা করতেই হচ্ছে।