আদিত্য নারায়ণ শিরোনাম এলেন, ভাইরাল হল তাঁর ভিডিও। তবে কোনও ভালো কাজের জন্য নয়, বিনা কারণে কারোর ক্ষতি ভিডিও হয় ভাইরাল। ছত্তীসগঢ়ের ভিলাইয়ের রুংটা সহ আরও ২ কলেজে অনুষ্ঠান করতে গিয়ে আদিত্য নারায়ণ এমন কাণ্ড ঘটান, যা নিয়ে চর্চা শুরু হয় সর্বত্র। মঞ্চে গান গাইতে উঠে মেজাজ হারান উদিত-পুত্র। প্রথমে মাইক দিয়ে এক ভক্তের হাতে আঘাত করেন এবং পরে ওই ভক্তের ফোন ছুড়ে দেন হাওয়ায়।
আদিত্য নারায়ণের এই ভিডিও ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। খুব সহজেই চারিদিকে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। এরপর শুরু হয় আদিত্য নারায়ণকে নিয়ে সমালোচনা। তবে প্রথমে এবিষয়ে কিছু না বললেও অবশেষে মুখ খোলেন আদিত্য। আদিত্য বলেন, তিনি এ প্রসঙ্গে কোনও কথা বলবেন না। কারণ তিনি শুধু ঈশ্বরের কাছে জবাবদিহি করতে বাধ্য।
ভাইরাল ভিডিওতে যেই ভক্তের সঙ্গে এই ঘটনা ঘটে পরবর্তীতে তাকে শনাক্ত করা হয়। সেই ভক্ত ভিলাইয়ের রুংটা কলেজেরই বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র লভকেশ চন্দ্রবংশী। লভকেশ দাবি করে যে আদিত্য তাকে কোনও কারণ ছাড়াই আঘাত করেছিল। এরপর কলেজ থেকে লভকেশকে দেওয়া হয় একদম নতুন ফোন।