Urvashi Rautela (Photo Credit: Instagram)

বলিউডে সেভাবে জমি শক্ত করতে পারেনি। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে পেজ থ্রি মিডিয়া-জুড়ে থাকেন বলিউডের চর্চিত অভিনেত্রী উবর্শী রাউতেলা (Urvashi Rautela)। 'হাসিনা কো দিবানা গার্ল'উর্বশীর আজ, রবিবার ৩০ তম জন্মদিন। জন্মদিনটা একেবারে বড় করে পালন করলেন উর্বশী। নিজের ৩০ তম জন্মদিনটা ২৪ ক্যারেট খাঁটি সোনার কেক কেটে পালন করলেন 'সনম রে' গার্ল। উবর্শীর পাশে থাকলেন জনপ্রিয় ব়্যাপার হানি সিং। সোনার কেকের প্রথম টুকরোটা হানি সিংয়ের মুখেই তুলে দিলেন 'বার্থ ডে গার্ল'। হানি সিংয়ের সঙ্গে এক মিজজিক ভিডিয়ো অ্য়ালবামের শ্যুটিংয়ে ব্যস্ত উবর্শী।

গত বছর আমেদাবাদের মোদী স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের ভারতের ম্যাচ দেখতে গিয়ে ২৪ ক্যারেট সোনার বহু মূল্যের আই ফোন হারিয়েছিলেন উবর্শী। সেভাবে সিনেমা না করলেও উবর্শীর দামি ফোন-গাড়ি, পোশাকের খবর মাঝে মাঝেই শোনা যায়। ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে নিজের নাম জড়াতে চেয়ে বিতর্কের মধ্যে পড়েছিলেন উবর্শী। খবরে থাকতে ভালবাসেন বলে মাঝে মাঝেই অবাক অবাক কাজ করে থাকেন তিনি।

দেখুন ছবিতে

২০১৫ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করেছিলেন উত্তরাখণ্ডের মেয়ে উবর্শী। ২০১৩ সালে সিং সাহাব দ্য গ্রেট সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন। সনম রে, হেট স্টোরি ৪, ভার্জিন ভানুপ্রিয়া-র মত সিনেমায় অভিনয় করলেও সাফল্য পাননি। তবে হৃতিক রোশনের হিট সিনেমা কাবিল-এ আইটেম গার্ল হিসেবে জনপ্রিয়তা পান। এখন মূলত মিউজিক ভিডিয়োতেই দেখা যায় তাঁকে।