মুম্বই, ৫ এপ্রিল : মাদক মামলায় গ্রেপ্তারির পরপরই আজাজ খানকে নিয়ে বিপাকে পড়লেন এনসিবি কর্তারা। আজাজকে গ্রেপ্তারির পরপরই জানা যায়, বলিউড অভিনেতা করোনায় আক্রান্ত।
জানা যাচ্ছে, করোনায় আক্রান্ত হওয়ার পর আজাজকে হাসপাতালে ভর্তি করা হয়। আজাজের গ্রেপ্তারির পর থেকে অভিনেতা যাঁদের হেপাজতে রয়েছেন, প্রত্যেককে করোনা পরীক্ষা করোনার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে আজাজে পরিবারের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
আরও পড়ুন : Bhumi Pednekar : বলিউডে একের পর এক সংক্রমণ, করোনার থাবায় আক্রান্ত ভূমি
এদিকে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে শুরু করেছে গোটা দেশ জুড়ে। যার মধ্যে অন্যতম মহারাষ্ট্র। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বলিউডে একের পর এক অভিনেতা আক্রান্ত হতে শুরু করেছেন। রণবীর কাপুর থেকে আলিয়া ভাট, বিকি কৌশল ভূমি পেডনেকর, অক্ষয় কুমাররা আক্রান্ত হতে শুরু করেছেন করোনায়। এমনকী, অক্ষয় কুমারের পরবর্তী ছবি রাম সেতুর সেটের আরও ৪৫ জন করোনায় আক্রান্ত হন বলে খবর পাওয়া যায়।