করোনায় আক্রান্ত ভূমি

মুম্বই, ৫ এপ্রিল : বলিউড জুড়ে থাবা বসাতে শুরু করেছে করোনা। রণবীর কাপুর, আলিয়া ভাট, অক্ষয় কুমারের পর এবার কোভিডে আক্রান্ত হলেন ভূমি পেদনেকর। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমেই কোভিডে আক্রান্ত হওয়ার খবর জানান ভূমি (Bhumi Pednekar)।

দেখুন...

 

 

View this post on Instagram

 

ভূমি জানান, তিনি করোনায় আক্রান্ত। তবে তাঁর শরীরে মৃদু উপসর্গ রয়েছে। সরকারি নিয়ম এবং চিকিৎসকদের কথা মতোই সব মেনে চলছেন তিনি। পাশাপাশি করোনা (Coronavirus) শরীরে থাবা বসানোর পর নিজেকে ঘরবন্দি করে ফেলেছেন। পাশাপাশি গত কয়েকদিন ধরে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, প্রত্যেকে যাতে নিজেদের পরীক্ষা করিয়ে নেন, সেই আবেদনও জানান বলিউড (Bollywood) অভিনেত্রী।

আরও পড়ুন : Akshay Kumar : করোনা আক্রান্ত অক্ষয় কুমার ভর্তি হাসপাতালে, প্রার্থনায় গোটা দেশ

এসবে পাশাপাশি ভূমি আরও জানান, বর্তমানে যে পরিস্থিতি চলছে, তাতে প্রত্যেকে যাতে সাবধানে থাকেন এবং নিজেদের সুরক্ষিত রাখেন। কেউ যেন করোনা পরিস্থিতিকে হালকাভাবে না নেন। করোনার (COVID 19) হাত থেকে রক্ষা পেতে প্রত্যেককে সাবধানে থাকতে হবে বলেও মত প্রকাশ করেন ভূমি পেদনেকর।