Andaz Apna Apna 2: আন্দাজ আপনা আপনা ২ নিয়ে বড়সড় আপডেট দিলেন আমির খান

সুপারস্টার আমির খান (Aamir Khan) এবং সলমন খানের (Salman Khan) কেরিয়ারের অন্যতম জনপ্রিয় সিনেমা আন্দাজ আপনা আপনা (Andaz Apna Apna)। ১৯৯৪ সালে ছবিটি বক্স অফিসে ফ্লপ হলেও পরবর্তীকালে কাল্ট কমেডির স্বীকৃতি পায় এই ছবিটি। দুই মুখ্য চরিত্র অমর এবং প্রেম এবং ক্রাইম মাস্টার গোগো চরিত্রগুলি রিলের দুনিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আর এই জনপ্রিয়তার কারণে আন্দাজ আপনা আপনার সিক্যুয়েল বানাতে চায় ছবির নির্মাতারা।

মাঝে কানাঘুষো শোনা গিয়েছিল যে ছবিতে দেখা যাবে আমির এবং সলমন দুজনেই। কিন্তু এই নিয়ে কেউই কোনও মন্তব্য করেননি। তবে সম্প্রতি আমির খানের জন্মদিন উপলক্ষে তাঁকে আন্দাজ আপনা আপনা ২ প্রসঙ্গ উঠে আসে। তখন অভিনেতা নিজে মুখেই বলেন, ছবিটির সিক্যুয়েল অবশ্যই বানানো হবে এবং রাজকুমার সন্তোষী নিজেই পরিচালনা করবেন। আপাতত স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে বলেও জানান অভিনেতা।

তবে ছবিতে পুরোনো কাস্ট ফিরবে নাকি নতুন অভিনেতাদের নেওয়া হবে সেই বিষয়ে এখনই মন্তব্য করতে নারাজ আমির খান। এই মুহূর্তে দুই তারকাই ব্যস্ত তাঁদের আপকামিং ছবিগুলি নিয়ে। আমির আপাতত তারে জামিন পার ছবির সিক্যুয়েল নিয়ে ব্যস্ত রয়েছেন। তবে আন্দাজ আপনা আপনা ২ নিয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসবে বলে জানিয়েছেন স্বয়ং সুপারস্টার।