মুম্বই, ২১ অক্টোবর: মাদক তদন্তে অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) বাড়িতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) আধিকারিকরা। জানা গিয়েছে, কাগজপত্র সম্পর্কিত কিছু কাজের জনই এনসিবি টিম শাহরুখের বাড়িতে যায়। তারা কোনও তল্লাশি চালানোর জন্য যায়নি। প্রায় একই সময়ে অভিনেত্রী অনন্যা পান্ডের বাড়িতে যায় এনসিবি। চাঙ্কি পান্ডের কন্যার বান্দ্রার বাড়িতে যান এনসিবি-র আধিকারিকরা। চলে তল্লাশি। বৃহস্পতিবার তাঁকে এনসিবি-র দফতরে ডেকে পাঠানো হয়েছে।
আজ সকালেই ছেলে আরিয়ান খানের (Aryan Khan) সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে যান শাহরুখ খান। ড্রাগ কেসে আপাতত ওই জেলেই বন্দী রয়েছেন আরিয়ান। এসআরকে জেলে প্রায় ২০ মিনিট কাটান।
Mumbai | A team of Narcotics Control Bureau arrives at actor Shah Rukh Khan's residence 'Mannat' pic.twitter.com/W3h24x8fzs
— ANI (@ANI) October 21, 2021
Mumbai | A team of Narcotics Control Bureau arrives at the residence of actor Ananya Pandey. A team of NCB is also present at Shah Rukh Khan's residence
Visuals from Ananya Pandey's residence pic.twitter.com/U5ssrIxpph
— ANI (@ANI) October 21, 2021
গতকালই আরিয়ানের জামিনের আবেদন খারিজ করেছে মুম্বইয়ের বিশেষ এনডিপিএস কোর্ট। এরপর আগামী ২৬ অক্টোবর মঙ্গলবার আরিয়ানের জামিনের আবেদন শুনবে বম্বে হাইকোর্ট (Bombay High Court)। আরিয়ান ছাড়াও অন্য অভিযুক্ত মুনমুন ধামেচার জামিনের আবেদনও শুনবে হাইকোর্ট।