সবেমাত্র মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের (Allu Arjun) বহু প্রতিক্ষিত ছবি পুষ্পা ২: দ্য রুল (Pushpa 2: The Rule)। ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ফলে হায়দরাবাদে গত বুধবার যখন সিনেমার প্রিমিয়ার ছিল সন্ধ্যা থিয়েটারে, সেখানেই দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আল্লু অর্জুনকে কার্যত জনস্রোতের মধ্যে দিয়ে হলে ঢুকতে হয়েছিল। আর এই সময় চরম বিশৃঙ্খলার কারণে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। আহত হয়েছিল এক শিশুও। আর এই ঘটনার কারণে বৃহস্পতিবারই তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল চিক্কাদাপল্লী পুলিশ স্টেশনে।
জানা যাচ্ছে, সুপারস্টারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের অধীনে ধারা ১০৫, ১১৮ (১), আর/ডব্লুউ ৩ (৫) ধারায় মামলা রুজু হয়েছে। আসলে গতকাল সন্ধ্যা থিয়েটারে নিরাপত্তার দায়িত্বে ছিল আল্লু অর্জুনের নিরাপত্তা বাহিনী। সেই কারণেই এই ঘটনা সুপারস্টারের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে পুলিশ।