Zombie Squirrels (Photo Credit: X)

Zombie Squirrels: হঠাৎ করে যদি দেখে আপনার চারপাশে ঘোরাফেরা করা কাঠবেড়ালিগুলো বড় হয়ে যাচ্ছে আকার আয়তনে। যদি দেখেন, কাঠবেড়ালিগুলো ফুলে ফেঁপে যাচ্ছে। তাহলে কী করবেন! শুনতে অবাক লাগলেও আমেরিকায় এমন কিছু কাঠবেড়ালি দেখা গিয়েছে, যাদের  আকার, আয়তন একেবারেই স্বাভাবিক নয়। কাঠবেড়ালিগুলি আকার, আয়তনে ক্রমশ ফুলে যাচ্ছে দেখে এদের জম্বি কাঠবেড়ালি (Zombie Squirrels) নাম দেওয়া হয়েছে।

রিপোর্টে প্রকাশ, ফাইব্রোমাটোসিস নামে এক ধরনের ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে কাঠবেড়ালিগুলি। যার জেরেই ওই কাঠবেড়ালিগুলির আকার এবং আয়তন ক্রমাগত বেড়ে যাচ্ছে। ফাইব্রোমাটোসিস (Fibromatosis) নামে ওই কাঠবেড়ালিগুলির আকার, আয়তন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াতেই তা নিয়ে চিন্তা ছড়ায় এবে সেগুলিকে জম্বি কাঠবেড়ালি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

কী এই ফাইব্রোমাটোসিসের লক্ষণ কী

ফাইব্রোমাটোসিস হলে ত্বকের নীচের অংশ ফুলে যায় ক্রমাগত

মুখ ফুলে যায়

পা ফুলে যায়

চলাফেরায় অসুবিধা হয়

ক্রমাগত শরীরের টিস্যুগুলি যেভাবে বৃদ্ধি পায়, তাতে সেই জীব বা পশুর আকার এবং আয়তনও বৃদ্ধি পায়।

ফাইব্রোমাটোসিসকে কাঠবেড়ালিদের ফক্স বা স্কুইরেল ফক্স হিসেবে চিহ্নিত করা হয়। যার জেরে কাঠবেড়ালির শরীরের বিভিন্ন অংশ যেমন ফুলে যায়, তেমনি তার আকারও বৃদ্ধি পায়। সেই সঙ্গে কাঠবেড়ালির শরীরের রংও পালটে যায়।

কোনও কোনও সময় কাঠবেড়ালির শরীর থেকে সমস্ত রোম ঝরে পড়তে শুরু করে। সেই সময় একে গ্রে স্কুইরেল হিসেবে চিহ্নিত করা হয়। ফাইব্রোমাটোসিসে আক্রান্ত কোনও কাঠবেড়ালি যদি স্বাভাবিক আকার এবং আয়তনের কাঠবেড়ালির সংস্পর্শে আসে, তাহলে তারা আক্রান্ত হয় বলে জানা যায়।

আমেরিকায় বর্তমানে এই ধরনের কাঠবেড়ালির সংখ্যা বাড়ছে। ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যে এই ধরনের রোগ কাঠবেড়ালির শরীরে ছড়িয়ে পড়ে। দুরন্ত গতিতে এই রোগের বাড়বাড়ন্ত রোধ না করলে, পরিস্থিতি ক্রমাগত খারাপ হবে বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি আমেরিকার কলোরাডোয় জম্বি খরগোশ দেখা যায়। এক ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে ওই খরগোশের আকার এবং আয়তন যেভাবে পালটে যায়, কাঠবেড়ালির ক্ষেত্রেও সেই একই উপসর্গ দেখা দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।