China On Arunachal Pradesh: 'অরুণাচলের ১১টি জায়গা চিনের অংশ', ভারতের দাবি নস্যাৎ বেজিংয়ের
Arunachal Pradesh (Photo Credit: Wikipedia)

দিল্লি, ৫ এপ্রিল:  অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) ১১টি জায়গাকে দক্ষিণ তিব্বত বলে দাগিয়ে, তার নামকরণ করেছে চিন (China)। অরুণাচল প্রদেশের ওই ১১টি জায়গা ভারতের অবিচ্ছেদ্য অংশ। তা কখনও চিনের সীমানার মধ্যে পড়ে না। স্পষ্টভাবে এমনই জানানো হয়েছে ভারতের (India) তরফে। যা নিয়ে এবার পালটা দাবি করল বেজিং। জিংপিন সরকারের তরফে জানানো হয়, জ্যাংনান চিনের অংশ। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, জ্যাংনান তাঁদের দেশের অংশ।  সেই কারণেই জ্যাংনান প্রদেশের বিভিন্ন অংশকে দক্ষিণ তিব্বত বলে দাবি করা হয়েছে এবং তার নামকরণ করা হয়েছে। ওই অঞ্চলের নামকরণ চিনের সার্বভৌম অধিকার বলে দাবি করে চিনের বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন:  US backs India On Arunachal Pradesh: অরুণাচল ভারতেরই, চিনের 'দক্ষিণ তিব্বত' দাবি খারিজ আমেরিকার

এদিকে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই অরুণাচল প্রদেশের যে ১১টি জায়গাকে চিন দক্ষিণ তিব্বত বলে অবিহিত করে তার নামকরণ করেছে,তার তীব্র বিরোধিতা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। আমেরিকার তরফে স্পষ্ট জানানো হয়েছে, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। তাই কোনওভাবেই চিনের এই দাবি সমর্থনযোগ্য নয়।