বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হলেন জনপ্রিয় ইউটিউবার জ্যাক ডোহার্টির (Jack Doherty)। ঘটনাটি ঘটেছে মিয়ামিতে। জানা যাচ্ছে, বৃষ্টিমুখর দিনে ২০ বছর বয়সী এই ইউটিউবারের বেপোরোয়া গাড়ি চালানো কারণেই সোমবার দুর্ঘটনাটি ঘটেছে। যদিও এই দুর্ঘটনায় জ্যাক সেভাবে আহত না হলেও তাঁর ক্যামেরাম্যান মিকেল গুরুতর আহত হয়েছেন। তাঁর মাথায় আঘাত লেগেছে এবং ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও তিনি আপাতত সুস্থ রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকেরা। পুলিশসূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকেই ভারি বৃষ্টি হচ্ছিল মিয়ামিতে। আর এই অবস্থায় জ্যাক নিজের বিলাসবহুল ম্যাকলারেন গাড়ি নিয়ে ভ্লগ করতে বেরিয়েছিলেন। গাড়ি চালানো সময় লাইভ স্ট্রিম করছিলেন।
আর গাড়ি চালানোর সময় ফ্যানেদের সঙ্গে কথা বলতে বলতে অযান্তেই তিনি যে স্পিড বাড়িয়ে দিয়েছিলেন তা খেয়ালই করতে পারেননি জ্যাক। আর তারপরেই চাকা স্কিড খেয়ে বাইপাসের গার্ডরেলে ধাক্কা মারে ২০০,০০০ মিলিয়ন ডলারের গাড়ি। জানা যাচ্ছে, গাড়ির একাংশ ভেঙে তছনছ হয়ে গিয়েছে। বরাত জোরে বেঁচে গিয়েছে গাড়ির চালক ও সহযাত্রী। ঘটনাস্থলে পুলিশ এসে গাড়িটি উদ্ধার করেছে। তবে অভিযুক্ত ইউটিউবারকে আটক করেছে কিনা সেই বিষয়ে এথনও কিছু জানা যায়নি। তবে এই ঘটনার পর তাঁর চ্যানেলের ভিডিয়ো আপলোড করতে নিষেধাজ্ঞা জারি করেছে ইউটিউব কর্তৃপক্ষ।
Jack Doherty just crashed his brand new McLaren on stream 😳 https://t.co/WNnKGbmHbD
— FearBuck (@FearedBuck) October 5, 2024