Donald Trump (Photo Credit: Instagram)

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ইউটিউবে অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। ২০২১ সাল থেকে ট্রাম্পের ইউটিউবে নিষেধাজ্ঞা জারি করে ইউটিউব।জানুয়ারীর ৬ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রে অশান্তির জেরে বন্ধ করা হয় ট্রাম্পের অ্যাকাউন্ট। ২.৬ মিলিয়ন সাবস্রাইবার থাকা সত্বেও কোনভাবেই নতুন ভিডিও শেয়ার করতে পারছিলেন না ট্রাম্প।

এই বিষয়ে ইউটিউব কতৃপক্ষের তরফে জানানো হয়েছে, বিশ্বের সাম্প্রতিক হিংসাত্বক ঘটনার ওপর  তারা নজর রাখছে। তবে আসন্ন নির্বাচনকে সামনে রেখে জনসাধারন যাতে সমস্ত দলের প্রতিনিধিদের বক্তব্য শুনতে পায় তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে।

তবে নিষেধাজ্ঞা উঠলেও ইউটিউবের নীতি মেনেই চলতে হবে ট্রাম্পকে। যা অন্যান্য ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এর মধ্যেই ট্রাম্পের চ্যানেল থেকে বেশ কিছু আপত্তিকর ভিডিও তুলে নিয়েছে ইউটিউব।

তবে শুধু ইউটিউব নয়, আসন্ন ২০২৪ এর  নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মও একে একে তুলে নিচ্ছে নিষেধাজ্ঞা। ফেসবুক ও টুইটারের পক্ষ থেকেও পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

তবে নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে ২০২১ এ ট্রাম্প নিজেই একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম তৈরি করেছিলেন। যার নাম "ট্রুথ সোশ্যাল"। ফেসবুক টুইটারের পাশাপাশি নিজস্ব সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ভোটের প্রচারে ঝাঁপাবেন ট্রাম্প এটাই মনে করা হচ্ছে।

এছাড়া ২ বছর ফেসবুকে ব্যান থাকার পর এই প্রথম একটি ভিডিও প্রকাশ করেন ট্রাম্প। যেখানে তাঁকে বলতে শোনা যায় "আই অ্যাম ব্যাক"।