রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েতসিয়া জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর নেতা ইয়েভজেনি প্রিগোজিন একটি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে দুর্ঘটনাগ্রস্থ বিমানে ইয়েভজেনি প্রিগোজিন বিমানের যাত্রীদের তালিকায় ছিলেন, প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বুধবার রাশিয়ার মস্কোর তিভের অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ যাচ্ছিলো প্রাইভেট জেটটি। বিমানটিতে প্রিগোঝিনসহ মোট ১০জন আরোহী ছিলেন। বিমানটি কিভাবে বিধ্বস্ত হলো তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ওয়াগনার সংশ্লিষ্ঠ একটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার হামলায় বিধ্বস্ত হয় বিমানটি। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। গেল জুন মাসে রুশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দেন প্রিগোঝিন। তবে বেলারুশের মধ্যস্থতায় সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রিগোশিনসহ তার বাহিনীর সবাই বেলারুশে নির্বাসনে যান। শর্ত ছিল, প্রিগোঝিন সেখানে থাকলেই একমাত্র তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না রাশিয়া।
WATCH: Horrifying moment Wagner chief Prigozhin's private plane crash
Video: Social Media#ArianaNews #wagnerboss #YevgenyPrigozhin pic.twitter.com/oYzqBPztLR— Ariana News (@ArianaNews_) August 24, 2023