Red Sea (Photo Credit: Twitter)

হাউতিদের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র এবং বৃটেন।সমুদ্রপথের পাশাপাশি ফাইটার জেটও ব্যবহার করা হচ্ছে এই হামলাতে। মোট ৩০ টি স্থানকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে।

কমান্ড কন্ট্রোল, আন্ডারগ্রাউন্ড ওপেন স্টোরেজ, এবং আরও বেশকিছু অস্ত্র যা হাউতিরা ব্যবহার করে সেগুলিতে আঘাত হানা হয়েছে।

সিরিয়া (Siriya) এবং ইরাকে (Iraq) হামলা চালানোর পর হাউতিদের বিরুদ্ধে অভিযান পুনরায় শুরু করলমার্কিন যুক্তরাষ্ট্র এবং বৃটেন। শনিবার হাউতিদের (Howti) নিক্ষেপ করা ৬ টি ব্যালেস্টিক মিসাইলকে লোহিত সাগরে আসার আগেই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে বৃটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

১১ জানুয়ারী দুটি সেনাবািনীর পক্ষ থেকে প্রায় ৩০ টি স্থানে হামলা চালানো হয়। ঠিক তার ২ সপ্তাহ পরে আরও ৮ টি অতিরিক্ত স্থানে আঘাত হানে মার্কিন বৃটেন যৌথ বাহিনী।ইরান সমর্থিত হাউতিরা ইজরায়েল গাজা যুদ্ধ বন্ধ করার আবেদন জানালেও সেই আবেদনে সাড়া দেয়নি ইজরায়েল।

তাই যতক্ষন যুদ্ধ বন্ধ না করা হবে ততক্ষন তারা হামলা চালিয়ে যাবে বলে জানিয়েছে ইয়েমেনের এই হাউতি গোষ্ঠী।