Yemen Launched Drone Strikes Ramon Airport. (Photo Credits:X)

Drone Attack on Israeli Ramon Airport: ইজরায়েলের বিমানবন্দরে ভয়াবহ ড্রোন হামলা হুথি বিদ্রোহীদের। দক্ষিণ ইজরায়েলের এলাতে রামন বিমানবন্দরের ( Ramon Airport) যাত্রী টার্মিনালে ইয়েমেন (Yemen) থেকে ছোড়া একটি ড্রোন সজোরে আঘাত হানে। ইজরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশ, এদিন ভোরে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন সরাসরি রামন বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আঘাত হানে। এতে টার্মিনালের কাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি হয়। ভেঙে যায় সেখানকার বেশ কিছু কাঁচের জানলা, দরজাও। বিমান দাঁড়িয়ে থাকার জায়গাতেও ভেঙে পড়া কাঁচের টুকরো দেখা গিয়েছে। গুরুতর জখম হন দুজন।

তিনটি ড্রোনকে আয়রন ডোম প্রতিহত করতে পারলেও, একটি সরাসরি আঘাত হানে

প্রসঙ্গত, ক দিন আগেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাভি (Ahmed al-Rahawi) ইজরায়েলের বোমারু বিমান হামলায় নিহত হন। এই হামলার প্রতিশোধ নিতেই ইজরায়েলের বানিজ্যিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের এই ড্রোন আক্রমণ বলে মনে করা হচ্ছে।

দেখুন ইজরায়েলের বিমানবন্দরে ইয়েমেন থেকে ড্রোন হামলা

কী কারণে হামলা, জানাল হুথি বিদ্রোহীরা

ইয়েমেনের ড্রোনটি হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ছোড়া হয়েছে বলে ইজরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে জাাননো হয়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে। হুথিদের মুখপাত্র যাহইয়া সারী এই হামলাটিকে 'ইজরাইলের বিরুদ্ধে পঞ্চম পর্যায়ের যুদ্ধ' বলে অভিহিত করেছেন। উল্লেখ্য,গত ৩০ অগাস্ট ইয়েমেনের রাজধানী সানা-য়ে হুথি শীর্ষ নেতৃত্বের উপর আকাশপথে ভয়াবহ আক্রমণ চালায় ইজরায়েল। এই হামলায় হুথিদের প্রধানমন্ত্রী আল রাহাভি সহ ১২ জন মন্ত্রী নিহত হন।

দেখুন হামলার ভিডিও এবং ছবি

আয়রন ডোমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন

ইজরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমন থেকে ছোড়া এই ড্রোনটি আটকাতে ব্যর্থ হয়েছে। আইডিএফ (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) পুরো ঘটনা খতিয়ে দেখছে। হুথি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, গাজা ও অন্যান্য আঞ্চলিক সংঘাতে ইজরায়েলের গণহত্যার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। গত বছরও রামন বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছিল।