ইয়েমেনে একটি দান সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিয়ে ভিড়ের চাপে মৃত ৮৫, ঘটনায় আহত হয়েছে ৩২২ জন।বৃহষ্পতিবার ইয়েমেনের সানাতে ঘটে দুর্ঘটনাটি। চাইনা ডেলির সূত্র থেকে জানা গেছে এই তথ্য।
রমজান শেষে সামনেই ইদ আর তার আগেই ঘটে গেল এমন দুর্ঘটনা। সানার একটি স্কুলে আর্থিক সাহায্য ৫০০০ ইয়েমেনি রিয়েল পাওয়ার জন্য স্কুলটিতে ভ্যাপক ভিড় জমতে শুরু করে।যার ফলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনায় মৃতদেরকে সরিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়্ছে। সোশ্যাল মিডিয়ায় দেহগুলির ছবি পড়ে থাকতে দেখা গিয়েছে।
২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে বিধ্বস্ত ইয়েমেন। সেখানে হাউথি গ্রুপের পক্ষ থেকে ইয়েমেন সরকারের যুদ্ধ লেগেই রয়েছে। ইরানের সাহায্যপ্রাপ্ত এই দলটি ইয়েমেন রাজধানী সানা থেকে ইয়েমেন সরকারকে পিছু হঠিয়েছে।
এই গৃহযুদ্ধে জেরে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন এর পাশপাশি ঘর ছাড়া হয়েছেন ৪০ লক্ষ মানুষ। যার জেরে ইয়েমেনে সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষের মত পরিস্থিতি।
Yemen: At least 85 killed, hundreds injured in stampede
Read @ANI Story | https://t.co/OPkzF0JBCB#Yemenstampede #Yemen #EidAlFitr pic.twitter.com/j2YhLD6wIK
— ANI Digital (@ani_digital) April 20, 2023