Xi Jinping, Joe Biden (Photo Credit: Instagram)

৩০ তম অর্থনৈতিক আলোচনায় যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে পৌছলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সানফ্রান্সিকো বে এলাকাতে দুজনের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে বলে জানা গেছে।  দুদেশের মধ্যে যে অদৃশ্য দ্বৈরথ চলছে তা এই আলোচনার পরে কি কমবে সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্বে।

আলোচনাসমূহের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হিসেবে ওয়াশিংটন এবং বেজিয়েংর সম্পর্কের স্থিতবস্থা বজায় রাখার ক্ষেত্রে নজর দেওয়া হচ্ছে। এছড়া ইজরায়েল ও হামাসের যুদ্ধ এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে একপ্রস্থ আলোচনা হওয়ার কথা রয়েছে এই সাক্ষাতে।

দুই দেশের সেনাদের মধ্যে যোগাযোগ নিয়েও আলোচনা সারবেন জো বাইডেন। এই বিষয়ে চিনের প্রেসিডেন্টকে রাজি করানোর চেষ্টা করবেন বলে জানা যাচ্ছে।

সাম্প্রতিক ইজরায়েল হামাস যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার ক্ষেত্রে এবং বিশ্বে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে যাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করে চিন সেই ব্যাপারে আবেদন জানাবেন জো বাইডেন।