Bernard Arnault and Elon Musk (Photo Credits: Wikimedia commons)

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় এতদিন শীর্ষে ছিলেন ৫১ বছরের ইলন মাস্ক (Elon Musk)। টেলসা (Telsa CEO) এবং স্পসএক্সের মালিক মাস্ককে এবার টপকে গেলেন প্যারিসের এলভিএমএইচ (LVMH)এর কর্নধর বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault)। ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের (World’s Rechest Man 2022) তালিকায় শীর্ষস্থানে নিজের জায়গা করে নিলেন বার্নর্ড।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালে টুইটার কর্নধর ইলন মাস্কের মোট সম্পতির পরিমাণ ১৬৮ বিলিয়ন ডলার। অন্যদিকে ৭৩ বছর বয়সি বার্নার্ড আর্নল্টের মোট সম্পদ ১৭২ বিলিয়ন ডলার। সেই বিচারে বিশ্বের ধনী ব্যক্তির (World’s Richest Man 2022) তালিকায় শীর্ষে বার্নার্ড এবং দ্বিতীয় স্থানে ইলন।

গত সপ্তাহের রেকর্ড অনুযায়ী, বার্নার্ড আর্নল্ট (Bernard Arnault) এবং তাঁর পরিবারের মোট সম্পদ ১৮৫.৪ বিলিয়ন ডলার। যেখানে মাস্কের (Elon Musk) সম্পদের পরিমাণ ছিল ১৮৫.৩ বিলিয়ন ডলার। ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার (Twitter) কেনার পর টেলসা কর্নধরের (Telsa CEO) মোট সম্পতির পরিনাম কিছুটা কমেছে। এছাড়া টুইটার সংক্রান্ত নানা সমসসার কারণে ইলনের আরও ১০ কোটি ডলার লোকসান হয়েছে। তাই ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হলেন বার্নার্ড আর্নল্ট। দীর্ঘ দিনের চেষ্টায় প্রথমবার এই শিরোপা অর্জন করেছেন প্যারিসের এলভিএমএইচ (LVMH)এর কর্নধর বার্নার্ড আর্নল্ট।