![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/02/Lotery-380x214.png)
আবুধাবি, ১০ ফেব্রুয়ারি: লটারি জিতে পুরস্কার পাওয়া আর স্বপ্ন সত্যি হওয়া একই ব্যাপার। এবার সেই সৌভাগ্যের দাবিদার হলেন আবুধাবিতে বসবাসকারী প্রবাসী ভারতীয় মহিলা (Kerala Woman) । তাঁর নাম লীনা জালাল। বিগ টিকিট লটারি ড্রতে তিন ৪৪. ৭৫ কোটি টাকা জিতে নিয়েছেন। তিনি কেরালার ত্রিশূরের বাসিন্দা। দীর্ঘদিন ধরে আবুধাবিতেই থাকেন। চলতি সপ্তাহের বিগ টিকিট আবু ধাবি উইকলি ড্রয়ের টিকিট কেটেছিলেন। সেই টিকিটেই জিতে নিয়েছেন ২২ মিলিয়ন দিরহাম। গত ৩ ফেব্রুয়ারি খেলা হয়েছিল। সেই খেলায় ‘Terrific 22 million series 236’ -এ জালালের টিকিট নম্বর 144387 ওঠে। গালফ নিউজের তথ্য অনুযায়ী আবু ধাবিতে HR প্রফেশনাল হিসেবে কাজ করেন লীনা জালাল।
জানা গেছে, চারজনের সঙ্গে টিকিট শেয়ার করেছেন লীনা। এবং পুরস্কার পাওয়ার পরে তাঁদেরও টাকার ভাগ দেবেন। কিছু টাকা অনুদানও দেবেন লীনা। তবে ওই দিন ভারতীয় হিসেবে লীনা একাই সৌভাগ্য়ের শিখরে পৌঁছেছেন, এমনটা নয়। সুরাইফ সুরু নামের আর এক ভারীতয়র কাটা লটারির টিকিট series 236-এ নির্বাচিত হওয়ায়, তিনিও জিতে নিয়েছেন পুরস্কার মূল্য। আরও পড়ুন-Viral: আবহাওয়ার খবর দেখতে বসে নিখোঁজ ভাইকে খুঁজে পেলেন এই ব্যক্তি (দেখুন ভিডিও)
একইভাবে কেরালার আর এক বাসিন্দা রণজিৎ সোমরাজন গত বছরে লটারি জেতেন। আবুধাবিতে ট্যাক্সি চালান তিনি। একটা দলের সঙ্গে জিতে নিয়েছিলেন লটারি। তাঁর প্রাপ্ত পুরস্কার মূল্য ২০ মিলিয়ন দিরহাম, ভারতীয় মুদ্রায় ৪০ লক্ষ টাকা।