সান ফ্রান্সিসকো, ১৭ মে: ইলন মাস্ক যখন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বার বার টুইটারে ফেরাতে মরিয়া, তখন বাদ সেধেছে ট্রাম্পের নিজস্ব সোশ্যাল মিডিয়া “ট্রুথ সোশ্যাল”। এদিকে ইউএস সিকিওরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রিপোর্ট অনুসারে ট্রুথ সোশ্যাল ট্রাম্প কিছু পোস্ট করলে সেই তথ্য তিনি ছয় ঘণ্টার মধ্যে টুইটার-সহ অন্য কোনও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন না।
গত বছর জানুয়ারি মাসে মার্কিন ক্যাপিটাল হিলে হিংসার ঘটনার কারণে টুইটারে নিষিদ্ধ হয়ে যান ডোনাল্ড ট্রাম্প। এই সময় ট্রাম্পের টুইটারে ৮৯ মিলিয়ন ভিউয়ার ছিল। ট্রুথ সোশ্যালে এখন ট্রাম্পের ভিউয়ার সংখ্যা ৩ মিলিয়ন। গত সপ্তাহেই ইলন মাস্ক বলেছিলেন পরাগ আগরওয়ালের নেতৃত্বে থাকা টুইটার পুনরায় ডোনাল্ড ট্রাম্পকে তাঁর টুইটার হ্যান্ডল ব্যবহার করতে দিতে পারে। তবে ট্রাম্প নিজেই আর টুইটারে যোগ দিতে চান না। তাঁর মতে টুইটার ভীষণ বোরিং।