শর্মিলা ফারুকি (Sharmila Faruqui) কে? যে পাকিস্তানি (Pakistan) রাজনীতিবিদের সঙ্গে দেখা গেল মুকেশ আম্বানি (Mukesh Ambani) এবং ঈশা আম্বানিকে (Isha Ambani)। বিদেশ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের যে বিবাহ উত্তর অনুষ্ঠান চলছে, সেখানেই আম্বানিদের সঙ্গে এক ফ্রেমে দেখা যায় শর্মিলা ফারুকিকে। ইউরোপে মুকেশ এবং ঈশা আম্বানির সঙ্গে পাকিস্তানি রাজনীতিবিদ শর্মিলা ফারুকির ছবি প্রকাশ্যে আসতেই তা সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে।
রিপোর্টে প্রকাশ, আম্বানি পরিবার বর্তমানে প্যারিসে (Paris) রয়েছেন। ২৬ জুলাই অর্থাৎ শুক্রবার থেকে যে অলিম্পিক শুরু হচ্ছে, সেখান যোগ দিতে আম্বানি পরিবার ইউরোপ ভ্রমণের বেশ কিছুদিন প্যারিসে রয়েছেন। ইন্টাগ্রামে দেখা যায়, প্যারিসে থাকাকালীন মুকেশ আম্বানি পাকিস্তানি শর্মিলা ফারুকি তাঁর স্বামী হাসাম রিয়াজ শেখ এবং তাঁদের সন্তানের সঙ্গে ডিজনিল্যান্ডে রয়েছেন। ছবিতে মুকেশ আম্বানির কোলে তাঁর নাতনিকেও দেখা যায়।
পাকিস্তান পিপলস পার্টির সদস্য শর্মিলা ফারুকি নিজের সোশ্যাল হ্যান্ডেলে মুকেশ আম্বানির সঙ্গে তোলা ছবি শেয়ার করেন। তারপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় জোরদার আলোচনা। প্রসঙ্গত সিন্ধের রাজনৈতিক বাড়িতে জন্ম শর্মিলা ফারুকির। বাড়ি থেকেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি। শর্মিলা ফারুকি গাঁটছড়া বাঁধেন প্রাক্তন ব্যাঙ্কার তথা বর্তমান মিডিয়া টাইকুন হাসাম রিয়াজ শেখের সঙ্গে।
২০১৫ সালে শর্মিলা ফারুকি এবং হাসাম রিয়াজ শেখের বিয়ে হয়। রাজনীতির পাশাপাশি শর্মিলা ফারুকিকে গ্ল্যামার জগতেও দেখা যায় এক সময়। সবকিছু মিলিয়ে শর্মিলা ফারুকির পরিবারের সঙ্গে মুকেশ আম্বানির ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর জল্পনা শুরু হয়।