Donald Trump: ২০২৯ সালে ডোনাল্ড ট্রাম্পের ছেড়ে যাওয়া মার্কিন সিংহাসনে বসবেন কে? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে সাফ বলা আছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কেউ দু দফার বেশী (মোট ৮ বছর) ক্ষমতায় থাকতে পারবেন না। বিল ক্লিনটন থেকে জর্জ বুশ, বারাক ওবামা-রা টানা দুবার মার্কিন প্রেসিডেন্ট পদে কাজ করে ৮ বছর পর সরে দাঁড়াতে হয় সংবিধানের নিয়ম মেনে। তবে বুশ, ওবামা-দের মত টানা আট বছর ক্ষমতায় না থাকলেও ২০১৬-২০, ও ২০২৫-২৯ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে থেকে সরে যেতে হবে ট্রাম্প-কে। ২০২৮ সালের নভেম্বরে হবে মার্কিন নির্বাচনে। তার আগে দেশের ক্ষমতাসীন দল রিপাবলিক পার্টি-তে ২০২৮ মার্কিন নির্বাচনে প্রার্থী কে হবেন তা নিয়ে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।
ট্রাম্পের ভোট ভান্সের দিকে
আগামী বছর নভেম্বরে মার্কিন মুলুকে মধ্যমেয়াদী নির্বাচন বা মিড টার্ম ইলেকশন। সেই ভোট মিটলেই রিপাবলিকান ও ডেমোক্রাট পার্টির মধ্যে শুরু হয়ে যাবে ভোটপ্রক্রিয়া। এই ভোটপ্রক্রিয়ায় ঠিক হবে ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রাট পার্টির প্রার্থী কে হবেন। সমীক্ষা বলছেন, ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রাইমারি ভোটে বাকিদের অনেকটা টেক্কা দিয়ে এগিয়ে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। ট্রাম্প প্রশাসনে বিদেশ নীতিতে বড় ভূমিকা নেওয়া ভান্স তাঁর দলে বিপক্ষদের চেয়ে ৩৪ পয়েন্টে এগিয়ে রয়েছেন। সব কিছু ঠিক থাকলে ট্রাম্পের পছন্দের ভান্সকেই ২০২৮ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে দেখা যাবে।
দলের প্রাইমারি পোলে এগিয়ে জেডি ভান্স
🚨🇺🇸 BREAKING: J.D. VANCE OPENS MASSIVE 34-POINT LEAD IN 2028 GOP PRIMARY POLLS
VP Vance has taken a dominant 34-point lead in the 2028 Republican presidential primary, according to new Emerson polling.
The Trump-aligned VP is crushing early rivals, solidifying his status as… pic.twitter.com/gSpOCobbRq
— Mario Nawfal (@MarioNawfal) June 27, 2025
2028 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন- ভান্স বনাম নিউসম?
২০২৩ সালে ওহিয়ো-র সেনেট থেকে দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী গদিতে বসতে পারেন ভান্স। যদিও এখন সেটা বেশ কিছুটা সময় দেরি আছে। মার্কিন রাজনীতিতে ট্রাম্পের কামব্যাকের পর রাজনীতির বৃত্ত বেশ দ্রুত গতিতে পরিণত হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের ভান্সের বিরুদ্ধে ডেমোক্রাট প্রার্থী হিসেবে দেখা যেতে পারে ক্য়ালিফোর্নিয়ার গর্ভনর গাভিন নিউসম-কে। অনেক কিছু নির্ভর করবে 'মিডটার্ম ইলেকশন'-এর ফলের ওপর।