যুদ্ধ পরবর্তী গাজার দখল নিজেদের কাছেই রাখতে চায় ইজরায়েল। সম্প্রতি এমনই ইচ্ছা প্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে সেই উদ্যোগের ব্যপারে নেতানিয়াহুকে সতর্ক করেছে হোয়াইট হাউজ।
হোয়াইট হাউজের ন্যাশন্যাল সিকিউরিটি কাউন্সিলের মুখপত্র জন কিরবি জানিয়েছেন, প্রেসিডেন্ট এখনও মনে করেন ইজরায়েলের গাজার ওপর দখল নেওয়া ভাল বিষয় নয়।এটা ইজরায়েলের জন্য ভালো নয়।এটা ইজরায়েলের মানুষের জন্য ভালো নয় বলে জানিয়েছেন তিনি।
সোমবার এবিসি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি মনে করেন ইজরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজার ওপর নিয়ন্ত্রন রাখবে। কেননা এটা দেখা গেছে যে যখন এটা করা হয় না তখন কি হয়।
গত সপ্তাহেই গাজাতে মানবিক সাহায্য পৌছানোর জন্য আপাতত যুদ্ধ থামানোর কথা জানিয়েছিলেন প্রেসিডেন্ট বাইডেন। যাতে মানবিক এবং গুরুত্বপূর্ণ সাহায্যগুলি পৌছানো যেতে পারে। কিন্তু সেই দাবি খারিজ করা হয়েছে নেতানিয়াহুর তরফে।
রবিবার বাইডেনের সঙ্গে নেতানিয়াহুর গাজায় সাহায্য পাঠানোর কথা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন জন কিরবি।
এছাড়া ৭ অক্টোবর হামলার পর থেকে ইজরায়েলের বোমা বর্ষনের জেরে যে বিপুল পরিমান মানুষ মারা গেছেন বা আহত হয়েছেন প্যালেস্তাইনে তার জন্য প্রার্থনা করছেন বলে জানানো হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে।
"Reoccupation of Gaza by Israeli forces is not good": White House
Read @ANI Story | https://t.co/LdXMIJCkl9#Gaza #Israel #WhiteHouse #JohnKirby #BenjaminNetanyahu #JoeBiden pic.twitter.com/fcdsXumDU6
— ANI Digital (@ani_digital) November 8, 2023