দিল্লি, ২৫ নভেম্বর: গত ৫ মে বাংলাদেশ (Bangladesh) থেকে প্রবল প্রতিবাদ, বিক্ষোভের মাঝে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ৩ মে বাংলাদেশ থেকে ভারতের (India) হিন্দন এয়ারবেসে এসে থামে হাসিনার চপার। ফলে বাংলাদেশ ছাড়ার পর হাসিনা ভারতে রয়েছেন বলে শোনা যায় তবে কোথায় রয়েছেন মুজিব-কন্যা, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও ধারনা মেলেনি। শোনায় যায়, দিল্লির লুটিয়েন্স বাংলোয় রয়েছেন হাসিনা। ভারত সরকারের নিরাপত্তায় অত্যন্ত গোপণে লুটিয়েন্স বাাংলোয় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দিন কাটছে বলে খবর মেলে। অক্টোবরের শেষে দ্য প্রিন্ট-এর তরফে এমনই একটি খবর প্রকাশিত হয়।
দিল্লির লুটিয়েন্স বাংলো এমন একটি জায়গা, যেখানে দেশের বরিষ্ঠ মন্ত্রী কিংবা সাংসদরা থাকতে পারেন। সেই লুটিয়েন্স বাংলোতেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রয়েছেন বলে খবর।
রিপোর্টে প্রকাশ, লুটিয়েন্স বাংলোয় থাকার সময় মাঝে মধ্যে লোধি গার্ডেনে হাঁটতে দেখা যায় শেখ হাসিনা কে। কড়া নিরাপত্তার মোড়কে লোধি গার্ডেনে হাঁটাহাটি করতে দেখা যায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। একেবারে সাধারণ পোশাকে শেখ হাসিনাকে লোধি গার্ডেনে হাঁটাহাটি করতে দেখা যায় বলে একটি অপ্রকাশিত সূত্রের মাধ্যমে খবর মেলে বলে জানা যায় সর্বভারতীয় সংবাদমাধ্যমের পাতায়। তবে দিল্লির তরফে এ বিষয়ে কোনও মন্তব্য কখনও করা হয়নি।