Pakistan Airbase (Photo Credit: ANI/X)

দিল্লি, ১৩ মে: পাকিস্তানি বায়ুসেনা (Pakistani Airbase) ঘাঁটিগুলির কী অবস্থা, তার ছবি আবার নতুন করে প্রকাশ্যে আসছে। যেখানে একের পর এক বায়ুসেনা ঘাঁটির যে দুর্দশা ভারতীয় সেনার (Indian Army) অপারেশন সিদূঁরের (Operation Sindoor) জেরে, তার ছবি সামনে আসছে।

আরও পড়ুন: Where Is Pakistan's Kirana Hills? পাকিস্তানের গুপ্ত ঘাঁটি কিরানা হিলস, কালো পাহাড়ের খাঁজে রয়েছে পরমাণু কেন্দ্র, বিমান ঘাঁটি, ব্ল্যাক মাউন্টেনে কী লুকিয়ে রেখেছে ইসলামাবাদ

দেখুন সুকুর এয়ারবসের অবস্থা...

 

বোলারি বায়ুসেনা ঘাঁটির কী অবস্থা দেখুন...

 

জাকোবাবাদের কী অবস্থা দেখুন...

 

অপারেশন সিদূঁরের আঘাতে যেমন পাকিস্তানে থাকা একের পর এক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়, তেমনি পাক বায়ুসেনা ঘাঁটিতেও হামলা চালায় ভারত। পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম যাতে কোনওভাবে সোজা পায়ে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে লড়তে না পারে, তার ব্যবস্থা ভারতের বীর জওয়ানরা করে দেন। আর সেই কথাই সোমবার স্পষ্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গত ২২ এপ্রিল পহেলগামে হামলা চালায় পাকিস্তানি জঙ্গিরা। পাক জঙ্গিদের আঘাতে পরপর ২৬ জন নীরিহ পর্যটকেরমৃত্যু হয়। পহেলগামে হামলার পরপরই অপারেশন সিদূঁর শুরু করে ভারত। যার জেরে ১০০-র বেশি জঙ্গি নিহত বলে জানানো হয় ডিজিএমওদের তরফে। পাশাপাশি পহেলগামে হামলা চালিয়ে পাকিস্তান এবং তার মদতপুষ্ট জঙ্গিরা নিজেদের 'পাপের ঘড়া ভর্তি' করে ফেলেছিল বলে কড়া মন্তব্য করেন ভারতীয় সেনা বাহিনীর ডিজিএমও রাজীব ঘাই।