Greece Wildfire.jpg (Photo Credit: Twitter/Screengrab)

জ্বলছে গ্রিস (Greece)। দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা যেন গিলে খাচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট। এবার আগুনের গ্রাসে গ্রিসের এথেন্স এবং তার সংলগ্ন অঞ্চল। ফলে এথেন্স ছেড়ে মানুষ পালাতে শুরু করেছে প্রাণ হাতে নিয়ে। আগুন নেভাতে দমকল বাহিনী একযোগে কাজ করছে। তা সত্ত্বেও গ্রিসের বনাঞ্চলের (Wild  Fire) আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে খবর। এথেন্সের (Athens) পেন্টেলির দুটি হাসপাতালকে চিহ্নিত করে, সেখানে মানুষের চিকিৎসা শুরু হয়েছে। কেউ আগুনে আহত হলে পেন্টেলির ওইদুই হাসপাতালে করা হচ্ছে চিকিৎসা। যার মধ্যে একটি হাসপাতালে শিশুদের জন্য বরাদ্দ করা হয়েছে। ঘটনার জেরে প্রায় গোটা দেশে আতঙ্ক ছড়িয়েছে। কারও বাড়ি বনাঞ্চলের পাশে হলে, তাঁরা সাবধানে থাকুন বলে এসএমএসের মাধ্যমে সচেতনতা শুরু করেছে সরকার। গ্রিসের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তাঁর ভ্রমণের কর্মসূচি কাঁটছাট করে দেশে ফিরেছেন এবং গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন।

দেখুন ভিডিয়ো...

 

দাউ দাউ করে জ্বলছে বনাঞ্চল...