ওয়াশিংটন, ৫ সেপ্টম্বর: ভারত ও চিনের সীমান্ত বিবাদ (India-China border Dispute) মেটাতে ফের মধ্যস্থতা করার প্রস্তাব দিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (US President Donald Trump)। তিনি জানান, প্রয়োজন পড়লে পরিস্থিতি সামলাতে তিনি মধ্যস্থতা করতেও রাজি। তিনি বলেছেন, "আমরা যদি কিছু করতে পারি, তাহলে আমাদের পুরো বিষয়টিতে অংশগ্রহণ করতে কোনও আপত্তি নেই। ভারত ও চিনের প্রতি সম্মান রেখেই আমরা বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমরা ভালোবেসে দু’দেশের মধ্যে সমঝোতায় মধ্যস্থতা করতে পারি।"
যদিও ভারত ও চিনের মধ্যে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত বাজে বলেছেন ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, "ভারত ও চিনের মধ্যে সীমান্ত অবস্থান অত্যন্ত ন্যক্কারজনক এবং চিন অবশ্যই তা করে চলেছে। অ্যামেরিকা সাহায্যের জন্য প্রস্তুত রয়েছে। আমরা চিন ও ভারত সম্পর্কে কথা বলছি, তারও সীমান্ত নিয়ে কথা বলছে। এটি বেশ ভালো। তবে খুব বাজে ঘটনা ঘটেছে।" তিনি আরও বলেন, "আমরা যদি কিছু করতে পারি তবে আমরা জড়িত হতে এবং সহায়তা করতে পছন্দ করব। আমরা উভয় দেশের সাথেই এ বিষয়ে কথা বলছি।" আরও পড়ুন: US Election 2020: ২ বার ভোট দেওয়ার চেষ্টা করুন, নর্থ ক্যারোলিনার বাসিন্দাদের বললেন ডোনাল্ড ট্রাম্প
যদিও চিনকে বিদ্ধ করতে ছাড়েননি ট্রাম্প। তাঁর মতে, "চিন এই মুহুর্তে যা করছে তা রাশিয়ার চেয়েও খারাপ। চিনের ভাইরাসের কারণে কী ঘটেছে দেখুন, সারা বিশ্বের ১৮৮ টি দেশে তারা কী করেছে দেখুন।"