Rain-Wrapped Tornado (Photo Credit Twitter)

নয়াদিল্লি : ঝড় বৃষ্টির সঙ্গে বিপজ্জনক টর্নেডো (Tornado)  ধেয়ে আসছে আমেরিকায়। কিছু এলাকায়, টর্নেডো সম্পর্কে একটি PDS টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। কলোরাডোর জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, বৃষ্টিতে মোড়ানো অত্যন্ত বড় একটি টর্নেডো ইউমা শহরের দিকে যাচ্ছে। এটি প্রাণঘাতী পরিস্থিতি হতে পারে। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ করা হয়েছে। অত্যন্ত বিপজ্জনক টর্নেডোর বিভিন্ন ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়েছে। বিভিন্ন অফিসগুলি তাড়াতাড়ি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আরও পড়ুন : Portugal Fires: প্রবল গরম থেকে পর্তুগালের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড, দেড় লক্ষাধিক মানুষকে সরানো হল, দেখুন ভিডিয়ো