Donald Trump: বিদেশী অভিবাসীদের অবৈধ তকমা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump)। গোটা বিশ্বের সব দেশকে নিজের কব্জায় আনতে শুল্ক নীতির চাপ দিচ্ছেন ট্রাম্প। এবার পর্যটক, অফিস-ব্যবসার কাজে বিদেশীদের ভিসার ওপরেও বিশেষ চার্জ ((Visa Integrity Fee) চাপালেন মার্কিন প্রেসিডেন্ট (President Trump)। আমেরিকায় যাতে চট করে যে কেউ আসতে না পারেন, তার জন্য ট্রাম্প ভিসার ওপর চাপাচ্ছেন 'ইন্টিগ্রিটি ফি' বা 'অখণ্ডতা পারিশ্রমিক'। ট্রাম্পের জমানায় আর হাতছানি দিয়ে ডাকবে না আমেরিকা। বরং ফেলো কড়ি, দেখো আমেরিকা নীতিতে হেঁটেই তাঁর কট্টরপন্থী সমর্থকদের তুষ্ট করছেন ট্রাম্প। কিন্তু তাতে মার্কিন পর্যটন ক্ষেত্রে বড় ভাঁটা পড়তে পারে। একই প্রেসিডেন্টের পদে তিনি ক্ষমতায় ফেরার পর কানাডা, মেক্সিকো সহ বেশ কিছু দেশের পর্যটকরা আর আমেরিকায় ঘুরতে যাচ্ছেন না। এবার ভিসায় অতিরিক্ত চার্জে গোটা বিশ্ব থেকেই পর্যটকরা আমেরিকাকে অঘোষিত বয়কট করতে পারেন।
পর্যটকদের জন্য ভিসা নীতিতে বদল আনছেন মার্কিন প্রেসিডেন্ট
আমেরিকায় 'বিবিবি' নীতিতে বড় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। আমেরিকায় ব্যবসা বা অফিস সংক্রান্ত সাময়িক সময়ের জন্য গেলে প্রয়োজন হয় বি-১ ভিসার। আর সেখানে পর্যটন, আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করতে গেলে দরকার হয় বি-২ ভিসার।
ভিসায় মোটা অর্থের বিশেষ চার্জ লাগু করছেন ট্রাম্প
How to kill your own tourist industry.
Thanks to a new provision in Trump’s One Big Beautiful Bill Act, all foreign visitors needing a nonimmigrant visa must now pay a mandatory $250 “visa integrity fee.” No waivers, no exceptions.
1/n pic.twitter.com/5G3dleMS8e
— Roman Sheremeta 🇺🇸🇺🇦 (@rshereme) July 19, 2025
ভিসায় অতিরিক্ত চার্জ লাগবে প্রায় ২১ হাজার টাকা
এবার থেকে এই দুই ভিসার ওপরেই অতিরিক্ত চার্জ হিসেবে গুণতে হবে ২৫০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২১ হাজার টাকা। ভিসার ওপর এই অতিরিক্ত চার্জকে নাম দেওয়া হচ্ছে 'ইন্টিগ্রিটি ফি'। তার মানে এবার আমেরিকায় ঘুরতে যাওয়া বেশ খরচসাপেক্ষ হয়ে যাচ্ছে।