ভিউ বাড়ানোর লক্ষ্যে মাঝ আকাশ থেকে ঝাঁপ দিয়ে নিজের প্লেন ধ্বংস করলেন এক ইউটিউবার। ট্রেভর জ্যাকব নামের ওই ইউটিবারকে দোষী সাবস্ত্য করেছে আমেরিকার আদালত।
২০২১ সালে নভেম্বরের ২৪ তারিখে ক্যালিফোর্নিয়া থেকে ছোট্ট প্লেনে করে আকাশে ওঠে জ্যাকব। তারপর মাঝ আকাশেই প্যারাসুট নিয়ে নেমে আসে বিমানটিকে ছেড়ে দিয়ে।ছেড়ে আসার মূহূর্তে নিজের এবং প্লেনটির ছবি সে নিজের ক্যামেরাতে তুলে রাখে।
মাটিতে নামার পর সে যায় প্লেনটির ধ্বংসস্তুপের কাছে এবং সেখানে থাকা ফ্লাইট ডেটা রেকর্ডারটি ধ্বংস করে দেয়। এরপর ন্যাশন্যাল ট্রান্সপোর্টেশন দফতরকে ঠিক ২ দিন পর ঘটনাটির বিষয়ে জানান।এবং যে স্থানে ভেঙে পড়েছে প্লেনটি সেই স্থান দেখানোর কথাও বলেন। কিন্তু পরবর্তীতেই সে বিষয়টি অস্বীকার করে এবং দু সপ্তাহ পরে ঠিক ওই স্থানে গিয়ে প্লেনের অবশিষ্ট অংশ ধ্বংস করে দেয়।
এর ঠিক ১ মাস পর সে ইউটিউবে মাঝ আকাশে প্লেন থেকে বেরিয়ে আসার ভিডিওটি ছাড়ে।সেখানে তাকে প্যারাসুট নিয়ে নামতে দেখা যায়।
এফএএ তরফ থেকে জ্যাকবের পাইলটের লাইসেন্স বাতিল করা হয়েছে।আগামী সপ্তাহের মধ্যেই তাকে কোর্টে তোলা হতে পারে বলে জানা গেছে।
A US-based #YouTuber Trevor Daniel Jacob, 29, of Lompoc, who deliberately destroyed the wreckage of an airplane that he intentionally crashed to gain online views, has agreed to plead guilty and faces a maximum sentence of 20 years in prison. pic.twitter.com/XpPTjmDjLx
— IANS (@ians_india) May 13, 2023