গাজায় যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা বসেছিল রাষ্ট্রসংঙ্ঘ। সেই দাবিতে প্রত্যাশামতো ভেটো দিল আমেরিকা। শুক্রবার দুপক্ষের মধ্যে যুদ্ধ বন্ধ করা জন্য আলোচনায় বসে রাষ্ট্রসংঙ্ঘ।
সংযুক্ত আরব আমিরশাহীর তোলা এই প্রস্তাবে সমর্থন জানিয়েছিল ৯০ টি দেশ। ১৩ ইউএনএসসির সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিলেন। যেখানে ব্রিটেন ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জানিয়েছেন যে, "দুঃখজনকভাবে সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। যে প্রস্তাবনা নিয়ে আসা হয়েছে তা বাস্তব থেকে বহুযোজন দূরে। তাই আমরা এটিকে সমর্থন করতে পারছিনা। "
রবার্ট উডের বক্তব্য তারা বুঝতে পারছেনা কেন হামাসের ৭ অক্টোবরের হামলার ঘটনার নিন্দা করছেনা প্রস্তাবক দেশগুলি। এছড়া তিনি জানিয়েছেন যে কেন শর্তহীন যুদ্ধবিরতি বিপজ্জনক হতে পারে এবং আবার হামাসের পক্ষ থেকে আক্রমনের সম্ভবনা তৈরী হতে পারে।
ইউএন সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুয়েতারেজের পক্ষ থেকে ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা করা হয়েছে। এরপাশাপাশি যাতে যুদ্ধবিরতি কার্যকর করানো যায় তার সবরকম প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আবেদন করেছেন তিনি।
US vetoes UN resolution calling for immediate ceasefire in Gaza
Read @ANI Story | https://t.co/764feEYHlH#US #Gaza #UN #IsraelHamasWar pic.twitter.com/r0pUC1A8MR
— ANI Digital (@ani_digital) December 8, 2023