US State Departnment Briefing (Photo Credit: X)

নয়াদিল্লি: মার্কিন পররাষ্ট্র দপ্তর (US State Department) একটি নতুন পরামর্শ জারি করেছে। আমেরিকান নাগরিকদের (Americans), বিশেষ করে ইরানি-আমেরিকানদের ইরানে ভ্রমণ এড়াতে অনুরোধ করা হয়েছে। ইরানে (Iran) অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগ করতে এবং যারা ত্যাগ করতে পারছেন না তাঁদের নিরাপদ স্থানে আশ্রয় নিয়ে খাদ্য, জল ও প্রয়োজনীয় সরঞ্জাম মজুত রাখতে পরামর্শ দিয়েছে।

ইরানে ভ্রমণের জন্য ‘Level 4 - Do Not Travel’ সতর্কতা জারি করা হয়েছে। অপহরণ, অন্যায়ভাবে গ্রেপ্তার এবং দীর্ঘ সময়ের জন্য আটকের ঝুঁকির কারণে আমেরিকান নাগরিকদের ইরানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে। আরও পড়ুন: Actress Shocking Death: রহস্যে মোড়া মৃত্যু পাক অভিনেত্রীর, ঘরের ভিতর থেকে পচা দেহ উদ্ধারের পর বাড়িতে ফোন পুলিশের, ছিটকে চলে গেলেন নায়িকার বাবা

ইরানে মার্কিন দূতাবাস বা কনস্যুলেট না থাকায় জরুরি পরিস্থিতিতে কোনো কনস্যুলার সহায়তা পাওয়া যাবে না। এই কারণে ভ্রমণকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।