প্রতি বছর জুন মাসের ১৯ তারিক মার্কিন যুক্তরাষ্ট্রে পালিত হয় জুনেটিন্থ (Juneteenth)। জুন এবং উনিশের সংমিশ্রণ থেকে এই নামটির সৃষ্টি হয়েছে। জুনেটিন্থ হল মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ফেডারেল ছুটির দিন যা দাসত্ব করা আফ্রিকান আমেরিকানদের মুক্তির স্মরণে উদযাপিত হয়। গতকাল সেই উৎসবের মুহূর্তে মার্কিন মুলুকে চলল গোলাগুলি (US Shooting)। এদিন বিকেল ৪টে নাগাদ চেম্বার্স এবং এমএলকে-র কাছে ৬ জনকে গুলি করা হয়েছে। প্রাথমিক ভাবে কয়েকজন তরুণীর মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা ক্রমেই হাতাহাতিতে নেমে আসে। আর তার পরেই বন্দুকবাজি।
আরও পড়ুনঃ কেরালায় স্টিল ফ্যাক্টরিতে আগুন, ঘটনায় মৃত ১
ক্যামেরাবন্দি গোলাগুলির দৃশ্য...
The shooting at MLK and Chambers that injured six as Milwaukee's Juneteenth celebration was ending Monday was caught on camera. https://t.co/KBHgs8lHm1 pic.twitter.com/0IooZQ9mGN
— FOX6 News (@fox6now) June 20, 2023
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ১৭ বছরের এক যুবক। গোলাগুলিতে যারা আহত হয়েছেন তাঁদের প্রত্যেকের বয়স ১৪-১৯ এর মধ্যে। আহতদের মধ্যে রয়েছেন ৪ জন মেয়ে এবং ২টি ছেলে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জরিত রয়েছে কিনা তা তদন্ত করছে পুলিশ।