Representational Image (Photo Credit: X)

দিল্লি, ৬ ডিসেম্বর: মারণ খেলায় (Deadly Game) মৃত্যু হল যুবকের। ২০২০ সালের ওই মামলায় মার্কিন মুুলুকের (US) এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হল। ২০২০ সালে নিজের প্রেমিকের সঙ্গে 'হাইড অ্যান্ড সিক' খেলা শুরু করেন এক মহিলা। ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি উইন্টার পার্কে এক দম্পতি মত্ত অবস্থায় লুকোচুরি খেলা শুরু করেন। মত্ত অবস্থায় ওই দম্পতি বাড়ির ছাদে চলে যান। সেখানে সংশ্লিষ্ট মহিলা তাঁর প্রেমিককে ছাদে রাখা একটি বিশাল স্যুটকেসের ভিতরে ঢুকিয়ে চেন আটকে দেন। মদ্যপ দম্পতি কখনও মনেই রাখতে পারেননি তাঁরা কী করছেন। এরপর প্রেমিককে ছাদের স্যুটকেসের ছেড়ে ওই মহিলা সেখান থেকে চলে যান ইচ্ছাকৃতভাবে। ৯০ মিনিট স্যুকেসে বন্দি থাকার পর সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির। প্রেমিকের খোঁজ না মেলায় পরে তাঁর বাড়ির লোকজন খোঁজ শুরু করেন। অবশেষে ওই ব্যক্তির খোঁজ মেলে। যে খবর প্রকাশ্যে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।

ওই মামলার তদন্তে উঠে আসে, যে স্যুটকেসের মধ্যে প্রেমিককে রেখেছিলেন, সেখানে একটি ক্যামেরাও রেখেছিলেন ওই মহিলা। শেষ মুহূর্তে প্রেমিক কীভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তা রেকর্ড করে আনেন অভিযুক্ত। জানা যায়, প্রেমিকের সঙ্গে থাকার সময় একাধিকবার গার্হস্থ্য হিংসার শিকার হন মার্কিন মহিলা। যার জেরে নিজের রাগ, ক্ষোভ পুষে রেখে অবশেষে প্রেমিককে চরম শাস্তি দেন তিনি।