ওয়াশিংটন, ৮ নভেম্বর: একদিনে সর্বোচ্চ করোনাভাইরাসের (COVID-19) সংক্রমণ। ৬ নভেম্বর অ্যামেরিকায় (USA) করোনাভাইরাসে আক্রান্ত হন ১ লাখ ৩২ হাজার ৭৯৭ জন। যা মহামারীর শুরুর পর সর্বোচ্চ। একই দিনে মৃত্যু হয়েছে ১ হাজার ২২৩ জনের। কয়েক সপ্তাহ ধরে অ্যামেরিকায় করোনার সংক্রমণ মারাত্মক আকার নিয়েছে। প্রায় প্রতিদিনই ১ লাখ বেশি নতুন আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে।
দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ মিলিয়নের দোরগোড়ায়। আজ সকাল পর্যন্ত অ্যামেরিকায় ৯৮ লাখ ৫১ হাজার ৭১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১৭ জনের। আরও পড়ুন: Coronavirus In India: ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৫০,৩৫৭, মৃত্যু ৫৭৭ জনের
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী, বিশ্বে অ্যামেরিকাতেই করোনায় আক্রান্ত ও মৃত্যু বেশি। বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটির কাছে। শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ৪৮ হাজার ৫৬৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৭২৭ জন।