নতুন দিল্লি, ৭ নভেম্বর: গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হলেন ৫০ হাজার ৩৫৭ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। সারা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ লাখ ৬২ হাজার ৮১ জন। আর মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৫৬২ জন। দেশে বর্তমানে চিকিৎসা চলছে ৫ লাখ ১৬ হাজার ৬৩২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৯২০ জন। দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৭৮ লাখ ১৯ হাজার ৮৮৭ জন। আজ এই পরিসংখ্যান দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
আইসিএমআর (ICMR) জানিয়েছে, গতকাল পর্যন্ত দেশে ১১ কোটি ৬৫ লাখ ৪২ হাজার ৩০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে গতকাল হয়েছে ১১ লাখ ১৩ হাজার ২০৯টি পরীক্ষা। আরও পড়ুন: Gautam Deb Tests Covid Positive: করোনা আক্রান্ত রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব
With 50,357 new #COVID19 infections, India's total cases surge to 84,62,081. With 577 new deaths, toll mounts to 1,25,562
Total active cases are 5,16,632 after a decrease of 4,141 in last 24 hrs.
Total cured cases are 78,19,887 with 53,920 new discharges in the last 24 hrs pic.twitter.com/nlfKNm6MNZ
— ANI (@ANI) November 7, 2020
বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৫ কোটির কাছে। শনিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ লাখ ৪৮ হাজার ৫৬৬ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৭২৭ জন।