Coronavirus Cases In US: মার্কিন মুলুকে দৈনিক সংক্রামিত ২ লাখ ৫০ হাজার, একদিনে করোনার বলি ছাড়ালো ৩ হাজার ৭০০
ফাইল ছবি (Photo Credits: AFP)

ওয়াশিংটন, ১৭ ডিসেম্বর: ২০২০ একেবারে শেষলগ্নে চলে এল, মার্কিন মুলুকে করোনার ভয়াবহতা (Coronavirus Cases In US) তবুও কমল না। গতকাল সারাদিনে আমেরিকায় করোনার বলি ৩ হাজার ৭০০ জন। একদিনে সংক্রামিত হয়েছেন ২ লাখ ৫০ হাজার মার্কিন বাসিন্দা। নাটকীয়ভাবে গত নভেম্বরে মার্কিন মুলুকে করোনার সংক্রমণ হু হু করে বেড়েছে। মার্চে মহামারী শুরু পর থেকে এই নভেম্বরেই সবথেকে বেশি কোভিড রোগী মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। পরিস্থিতি যত দিন এগোচ্ছে ততই হাতে বাইরে বেরিয়ে যাচ্ছে। যদিও আশার খবর এই যে, গত সোমবার থেকে দেশজুড়ে ফাইজারের করোনা প্রতিষেধকের গণ টিকাকরণ শুরু হয়েছে। মনে করা হচ্ছে, টিকার কার্যকারিতা শুরু হলেই করোনাকে রুখতে দেশবাসীর শরীরে তৈরি হবে অ্যান্টিবডি। আরও পড়ুন-Coronavirus Cases In India: টানা সাতদিন দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নিচে, ভারতে কোভিড রোগীর সংখ্যা এখন ৯৯.৫৬ লাখ

তখন আর মহামারীর আতঙ্ক গোটা জনজীবনকে গ্রাস করতে পারবে না। ইংল্যান্ডে করোনার বিরুদ্ধে টিকাকরণ শুরুর ঠিক ৬ দিনের মাথায় মার্কিন মুলুকেও শুরু হল ভ্যাকসিনের জয়যাত্রা। সে দেশে প্রথম করোনা প্রতিরোধী টিকা নিলেন নিউ ইয়র্কের নার্স স্যান্ডা লিন্ডসে। আমেরিকার প্রথম বাসিন্দা হিসেবে ফাইজার বায়োএনটেকের করোনা প্রতিষেধক নিলেন নার্স স্যান্ডা লিন্ডসে, পুরো টিকাকরণ প্রক্রিয়া দেখানো হল টেলিভিশনে।