ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প (ছবিঃANI)

নয়াদিল্লিঃ শোনা গিয়েছিল চলতি সপ্তাহেই রাশিয়া-ইউক্রেন(Russia Ukraine War) যুদ্ধবিরতি নিয়ে ফোনে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) ও ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)। এবার আমেরিকা এবং রাশিয়া, দু’তরফেই আনুষ্ঠানিক জানানো হল আলোচনার দিন। জানা গিয়েছে, মঙ্গলবার এই বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলতে চলেছেন ট্রাম্প। রবিবার ফ্লরিডা থেকে ওয়াশিংটনে ফেরার সময়ে বিমানে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প। এরপর এই বিষয়ে মুখ খোলে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, “মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পরিকল্পনা রয়েছে।’ তবে সম্ভাব্য আলোচ্যসূচি নিয়ে মুখ খোলেনি মস্কো।

 ট্রাম্প-পুতিন ফোনালাপেই কাটবে জট? শান্তি ফিরবে দুই দেশে?

প্রসঙ্গত, সম্প্রতি সৌদি আরবে বৈঠকে বসেছিল ইউক্রেন ও আমেরিকা। সেখানে উপস্থিত ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি জানায় ইউক্রেন। রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতেও সম্মতি জানান জেলেনস্কি। কিন্তু এখনও রণক্ষেত্রে আগুন ঝরাচ্ছে কিয়েভ আর মস্কোর সেনা। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। আর এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে বদ্ধপরিকর আমেরিকা।

মঙ্গলে ট্রাম্প-পুতিন ফোনালাপ