ওয়াশিংটন, ২৫ জানুয়ারি: মার্কিন মুলুকে হু হু করে বেড়ে চলেছে করোনার থাবা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোভিড ভ্রমণ নিষেধাজ্ঞা পুনরায় চালু করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন (Joe Biden)। এই নিষেধাজ্ঞা গত বছরেও জারি হয়েছিল। মূলত এই নিয়ম লাগু হয়েছে ব্রাজিল, আয়ার্ল্যান্ড, ইংল্যান্ড ও ইউরোপের বাসিন্দাদের জন্য। রাষ্ট্রপতি পদের ক্ষমতা হস্তান্তরের আগেই এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন স্ট্রেনের সন্ধান মিলতেই ছড়িয়েছে আতঙ্ক। তাই জো বিডেন দক্ষিণ আফ্রিকায় ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা জারি করবেন। এর মধ্যে কিছু স্বাস্থ্যকর্তা মনে করছেন, দক্ষিণ আফ্রিকায় যে নতুন করোনার স্ট্রেনের সন্ধান মিলেছে তাতে কোভিডের টিকা কাজে আসবে না। এমনকী এই স্ট্রেন পুনরায় সংক্রমণের সম্ভাবনা বাড়িয়েছে। আরও পড়ুন- Delhi Police On Tractor rally: সাধারণতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর ব়্যালিকে উসকে দিতে ৩০০-রও বেশি টুইট পাকিস্তানের, জানালো দিল্লি পুলিশ
#BREAKING Biden to reinstate Covid travel restrictions: US media pic.twitter.com/iAipO4oOcm
— AFP News Agency (@AFP) January 25, 2021
বুধবার অফিসের দায়িত্ব নিয়েই করোনা সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। যদিও ভূতপূর্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মহামারী নিয়ে দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের বার্তায় পাত্তা দেননি। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ওই দেশে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে।