Joe Biden: আগামী বছর ফের প্রেসিডেন্ট পদে লড়বেন ৮০ বছরের 'তরুণ' জো বাইডেন, ফের কি ট্রাম্পের সঙ্গে দ্বৈরথ?
জো বাইডেন File Image | (Photo Credits: Getty Images)

ওয়াশিংটন ডিসি, ২৫ এপ্রিল: বয়স নিয়ে প্রশ্ন ছিল। ফের ঝক্কি-ধকল নিয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছা নিয়েও। কিন্তু সব সংশয় মুছে ফেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) ঘোষণা তিনি আগামী বছর হতে চলা নির্বাচনে লড়বেন। এখন বাইডেনের বয়স ৮০। ফলে ২০২৪ নির্বাচনে জিতে ফের প্রেসিডেন্ট হলে তিনি ৮৫ বছর পর্যন্ত দেশের মসনদে থাকবেন। ২০২০ সালে ৭৭ বছরে দেশের প্রেসিডেন্ট পদে বসে, সবচেয়ে বেশী বয়েসে দেশের সর্বোচ্চ পদে বসার নজির গড়েছিলেন বাইডেন। বারাক ওবামার মত তিনি পরপর দু বার নির্বাচনে জিততে পারেন কি না সেটা দেখার।

তবে প্রথমে দলের মধ্যে মানে ডেমোক্রেটদের মধ্যে তাঁকে মনোনীত হতে হবে, তারপর তাঁকে লড়তে হবে রিপাবলিকান পার্টির প্রার্থীর বিরুদ্ধে। ২০২৪ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফের বাইডেন বনাম ডোনাল্ড ট্রাম্প দ্বৈরথ দেখা যায় কিনা সেটা দেখার। আরও পড়ুন-'একটাও মুসলিম ভোট চাই না', কর্ণাটকে ভোটের আগে মন্তব্য বিজেপির ঈশ্বরাপ্পার

দেখুন বাইডেনের ঘোষণা

২০২০ সালে তখন ক্ষমতায় থাকা ডোনাল্ডো ট্রাম্পকে ৩০৬-২৩২ ভোটে হারিয়ে দেশের প্রেসিডেন্ট পদে বসেছিলেন বাইডেন। আগামী বছর ৫ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা।