ওয়াশিংটন ডিসি, ১৯ মে: এবার করোনার সঙ্গে লড়তে নিজেই হাইড্রক্সিক্লোরোকুইন (Hydroxychloroquine) খেয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যে ওষুধটিকে তিনি করোনাভাইরাসের সম্ভাব্য চিকিৎসা বলে মনে করেন। দ্য হিল রিপোর্টের তথ্য বলছে, হাইড্রক্সিক্লোরোকুইন খাবে কি না তানিয়ে হোয়াইট হাউসের চিকিৎসকদের সঙ্গে শলা পরামর্শও করেছেন ডোনাল্ড ট্রাম্প। যেহেতু তিনি করোনাভাইরাসের টেস্ট করাননি। তাই আদৌ তিনি আক্রান্ত কি না তার কোনও নিশ্চয়তা নেই। সেকারণে চিকিৎসকরা ট্রাম্পকে সংশ্লিষ্ট ওষুধটি খেতে বলেননি। এনিয়ে ট্রাম্প বলেন, “আমি চিকিৎসককে এই ওষুধ খাওয়া নিয়ে জানতে চেয়েছিলাম। তাতে তিনি বললেন, যদি আপনি মনে করেন তো। আমি বললাম, হ্যাঁ এই ওষুধটি খেতে চাই।” আরও পড়ুন-UP Accident: উত্তরপ্রদেশে যাত্রী বোঝাই গাড়ি উল্টে মৃত ৩ পরিযায়ী শ্রমিক, আহত ১২
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রায় দেড় সপ্তাহ ধরে নিয়মিত জিংকের সঙ্গে একটা করে হাইড্রক্সিক্লোরোকুইনের বড়ি খাচ্ছেন তিনি। হাসপাতালের বাইরে নিজের মতো করে এই ওষুধ খাওয়া যে বিপজ্জনক তাআগেই জানিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। শুধুমাত্র জরুরি পরিস্থিতি তৈরি হলেই হাইড্রক্সিক্লোরোকুইন নেওয়া যেতে পারে। মার্কিন মুলুকে কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য গত মাসেই ১০ লক্ষেরও বেশি হাইড্রক্সিক্লোরোকুইনে বড়ি পাঠিয়েছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্ত ১৪ লক্ষ ৯৬ হাজার ৫০৯ জন। মৃতের সংখ্যা ৮৯ হাজার ৮৭৪।