উত্তরপ্রদেশে দুর্ঘটনা (Photo Credits: ANI)

উত্তরপ্রদেশ, ১৯ মে: লকডাউন যেন পরিযায়ী শ্রমিকদের (migrant labourers) কাছে দুর্ভাগ্যের রাশি। ফের উল্টেগেল পরিযায়ী শ্রমিক বোঝাই ডিসিএম গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তিন জন। গুরুতর আহত ১২ জন পরিযায়ী শ্রমিককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি মির্জাপুর রাজ্যসড়কে। সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চেপে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলন ১৭ জন পরিযায়ী শ্রমিক। উত্তরপ্রদেশ প্রায় একই রকম পথদুর্ঘটনা দেখেছ গত সপ্তাহের শেষে। ট্রাকের সংঘর্ষে সেদিন ২৪ জন পরিযায়ী শ্রমিকের প্রাণ গিয়েছিল। এবং আহতের সংখ্যা অগুন্তি। গত শনিবার কাকভোরে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের আওরাইয়া জেলায়। আরও পড়ুন-UP Govt: UP Govt: প্রিয়াঙ্কা গান্ধীর প্রস্তাবে সাড়া, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে যোগীর রাজ্যে ১ হাজার বাস চালাবে কংগ্রেস

এমনিতেই করোনা সংক্রমণের জেরে পরিযায়ী শ্রমিকরা আগেই কাজ হারিয়েছে। লকডাউনের মধ্যে বাড়ি ফিরতে গিয়ে বারবার বিপদের মুখে পড়ছে। গত সপ্তাহে মপজাফ্ফর নগর সাহারানপুর রাজ্যসড়ক দিয়ে হেঁটে ফেরার সময় ৬ পরিযায়ী শ্রমিককে পিষে দেয় দূরন্ত গতির বাস। স্থানীয় ঘালাউলি চেকপোস্টের কাছে দুর্ঘটনাটি ঘটে। ওই অজ্ঞাতপরিচয় বাসচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।