Donald Trump Tests Negative: দ্বিতীয় বারেও কোভিড-১৯ টেস্ট নেগেটিভ, সুস্থ আছেন ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প(Photo Credits: Getty Images)

ওয়াশিংটন, ৩ এপ্রিল: দ্বিতীয় বারের জন্য করা করোনা টেস্টেও ফলাফলা নেগেটিভ। সম্পূর্ণ সুস্থ আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মারণ ভাইরাস কোভিড-১৯ তাঁর শরীরে বাসা বাঁধতে পারেনি। টেস্ট রিপোর্ট আসার পর হোয়াইট হাউসের চিকিৎসক শন পি কনলি একথাই বলেছেন। পরে হোয়াইট হাউসের প্রেস সচিব স্টেফনি গ্রেশমকে বিষয়টি জানানো হয়। শন পি কনলি বলেন, “ এদিন সকালে ফের নতুন করে প্রেসিডেন্ট ট্রাম্পের কোভিড-১৯ টেস্ট করা হয়। মিনিট ১৫-র মদ্যে ফলাফল চলে আসে। তাতে দেখা যায় মারণ ভাইরাস তো দূরঅস্ত তিনি একেবারেই সুস্থ সবল রয়েছেন।” আরও পড়ুন- US Records 1,049 Coronavirus Deaths: ১ দিনে ১,০৪৯ জনের মৃত্যু করোনায় রেকর্ড গড়ল মার্কিন মুলুক

এরপর চিকিৎসক শন পি কনলির থেকে তাঁর স্বাস্থ্য রিপোর্টের এক কপি নিয়ে প্রেস সচিব স্টেফনি গ্রেশমকে দেন ডোনাল্ড ট্রাম্প। মূলত প্রতিদিন হোয়াইট হাউস থেকে যে সাংবাদিক সম্মেলন হচ্ছে। সেখানে বিষয়টি উত্থাপনের জন্য। এটি প্রেসিডেন্টের দ্বিতীয় বার কোভিড-১৯ পরীক্ষা। যেখানেও ফলাফল নেগেটিভ এসেছে। এই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেছেন, দ্বিতীয় টেস্ট প্রথমটির থেকে ভাল ও দ্রুত কাজ করেছে।