Donald Trump (Photo Credits: ANI)

জেফ্রি এপস্টিনের (Jeffrey Epstein) সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল (Wall Street Journal)। যার জেরে এবার মোটা টাকার ক্ষতিপূরণের মুখে মার্কিন সংবাদপত্র। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশের জন্যে ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ৮৬ হাজার কোটি টাকার মানহানির মামলা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যাল-এর একটি পোস্টে ট্রাম্প জানান, 'আমরা ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর, জাল সংবাদ 'প্রতিবেদন' প্রকাশের জন্যে একটি পাওয়ারহাউস মামলা দায়ের করেছি'।

যে প্রতিবেদন ঘিরে বিতর্ক

দিন কয়েক আগে ওয়াল স্ট্রিট জার্নালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, ২০০৩ সালে এপস্টিনের ৫০তম জন্মদিনে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপস্টিনকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি চিঠিতে একটি নগ্ন মহিলার ছবি এঁকেছিলেন ট্রাম্প। টাইপরাইটারের মাধ্যমে লেখা ওই চিঠির নীচে ডোনাল্ড লিখে নিজের স্বাক্ষর করেন তিনি। ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদন ঘিরে চটেছেন প্রেসিডেন্ট। কারণ এই প্রতিবেদনটি প্রকাশের কয়েকদিন আগেই ওয়াল স্ট্রিট জার্নালকে একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি জীবনে কোনদিন ছবি আঁকেননি। মেয়ের ছবি তো দূরের কথা। তার পরেরও ওই প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। এরপরেই আইনের পথে হাঁটেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের অভিযোগ, তাঁর বিরুদ্ধে 'ভুয়ো এবং মিথ্যা' খবর রটিয়ে মানহানির চেষ্টা করা হচ্ছে।