আমেরিকার আকাশে ফের আতঙ্ক। চীনা স্পাই বেলুনের পর এবার লেক হিউরনের আজানা বস্তুকে গুলি করে নামাল মার্কিন সেনা। মার্কিন সূত্র থেকে পাওয়া খবরে এমনটাই জানিয়েছে সিএনএন।
এরমধ্যেই ডেমোক্র্যাটিক প্রতিনিধি এলসা স্লটকিন এই বিষয়ে একটি টুইটও করেছেন। লেক হিউরনে থাকা অজনা বস্তুর ওপর কড়া নজর রাখছে মার্কিন সেনা সে বিষেয়ে তাঁকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই নিয়ে পরপর তিনবার উত্তর আমেরিকায় এই ধরনের অজানা বস্তুকে গুলি করে নামানো হল। এর আগে শনিবার উত্তর কানাডার আকাশে এই ধরনের একই বস্তু দেখা যায়। এছাড়া শুক্রবারেও একটি অজানা বস্তুকে এফ ২২ বিমানের মাধ্যমে গুলি নামানো হয়। গত সপ্তাহে স্পাই বেলুন নিয়ে নিয়ে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে চিন ও আমেরিকার মধ্যে সর্ম্পক। এই ইস্যুতে বেশ কিছুদিন ধরেই আকাশসীমাতে নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল মার্কিন প্রতিরক্ষা দফতরের তরফে। লেক মিশিগানে এই ঘটনার পর পরই আকাশসীমাতে সাময়িক নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল তবে বরিবারেই তা তুলে নেওয়া হয়. বলে জানা গেছে নোরাডের প্রেস রিলিজ থেকে।
কানাডায় অজানা বস্তুর খোঁজে রীতিমতো তল্লাশি জারি রেখেছে সেদেশের প্রতিরক্ষামন্ত্রক। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুড্রোর তরফেও খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। বেলুনের মাধ্যমে নজরদারি চালানোর জন্য চীনকে দূষেছে আমেরিকা। যদিও চীনের তরফে এটিকে নিছকই সাধারন একটি বেলুন বলে বর্ণনা করা হয়েছে। এবং বেলুন ধ্বংস করার জন্য নিন্দাও জানিয়েছে তারা।
U.S. military brings down flying object over Lake Huron https://t.co/DIOEuSsiPn pic.twitter.com/jIorTtCgij
— Reuters World (@ReutersWorld) February 13, 2023