বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে বলে অনুমান করা হয়েছিল, সেই অনুমানকে সত্যি করে মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) এ সংখ্যাগরিষ্ঠতা পেল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। তবে সেনেটের দখল ধরে রেখেছে জো বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি।এই বিজয়ের ফলে বাইডেনের এজেন্ডায় লাগাম টেনে ধরার ক্ষমতা পেয়ে গেল রিপাবলিকানরা।
Republicans win a majority in the US House of Representatives, setting the stage for two years of divided government as President Joe Biden's Democratic Party held control of the Senate, Reuters reported pic.twitter.com/3J6gJTRm3s
— ANI (@ANI) November 16, 2022
হাউস অব রিপ্রেজেন্টেটিভস এ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য শীর্ষ হাউস রিপাবলিকান কেভিন ম্যাকার্থিকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
US President Joe Biden congratulates top House Republican Kevin McCarthy on Republicans winning the House majority, says "ready to work with House Republicans to deliver results for working families."
(File Pics) pic.twitter.com/E2GkpqpCa2
— ANI (@ANI) November 17, 2022