ওয়াশিংটনে হেনস্থার ঘটনায় মৃত্যু হল বিবেক তানেজা (Vivek Taneja) নামের এক ভারতীয় বংশোদ্ভুতর। পুলিশের তরফে জানা গেছে ফেব্রুয়ারীর ২ তারিখে। ঘটনার পরেই তানেজাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
যদিও গভীর ক্ষত থাকার কারণে ফেব্রুয়ারীর ৭ তারিখে তানেজাকে মৃত বলে ঘোষণা করা হয়। বেশ কিছুদিন ধরেই আমেরিকায় ভারতীয় বংশোদ্ভুতদের মধ্যে আক্রমনের হার বেড়েছে।
এই নিয়ে তৃতীয় ভারতীয়ের মৃত্যু হল আমেরিকায়।গত সপ্তাহে শ্রেয়াস রেড্ডি নামের এক যুবকের দেহ উদ্ধার করা হয় সিনসিনাটি থেকে। যদিও তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। জানুয়ারীর ৩০ তারিখে নীল আচারিয়া নামের এক ভারতীয় ছাত্রের দেহ পাওয়া যায় । এছাড়া জানুয়ারীর ২৯ তারিখে বিবেক সাইনি (Vivek Saini) নামের এক ভারতীয় ছাত্রকে হাতুড়ি দিয়ে খুন করার অভিযোগ ওঠে। খুনের ভিডিওর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনার জেরে তদন্ত শুরু করেছে পুলিশ।
Indian-origin man, 41, dies days after being assaulted in US
Read @ANI Story | https://t.co/4u3oAEBAa8#Assault #IndianAmerican #US pic.twitter.com/cbDaP2P6ot
— ANI Digital (@ani_digital) February 10, 2024