EAM Dr S Jaishankar on US Tour (Photo Credit: X@Airnews

বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন, ভারতের স্বার্থ অনুকুল বহুমুখী মেরুকরণের দিকে এগোচ্ছে। গতসন্ধ্যায় থিঙ্ক ট্যাঙ্কে ‘ভারতের উত্থান এবং বিশ্বব্যাপী তার ভূমিকা’ শীর্ষক এক অধিবেশনে তিনি বলেন, ট্রাম্পের অধীনে মার্কিন বিদেশ নীতির পরিবর্তন প্রত্যাশিত ছিল। পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতি, শক্তি, প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সংক্রান্ত উদ্যোগের কথা তুলে ধরে বিদেশ মন্ত্রী বলেন,মার্কিন প্রশাসনের বেশকিছু পরিকল্পনা ভারতের জন্য আশাব্যঞ্জক। শুল্ক সংক্রান্ত ইস্যুতে তিনি জানান, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূশ গোয়েল বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছেন। কাশ্মীর সমস্যার সমাধানের বিষয়ে এক প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী বলেন,এক্ষেত্রে ৩৭০ ধারার বিলোপ এক উল্লেখযোগ্য পদক্ষেপ। এছাড়াও কাশ্মীরের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার সুনিশ্চিত করতে সরকার সদা সচেষ্ট। কাশ্মীরে সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে জনগণ যেভাবে রেকর্ড মাত্রায় ভোট দিয়েছেন, তাতেই প্রমাণিত সেখানে শান্তি ফিরেছে।কাশ্মীরের অবৈধভাবে দখল হয়ে যাওয়া অংশ পুনরুদ্ধার হলেই বাকি সমস্যার সমাধান হয়ে যাবে বলে তিনি মত ব্যক্ত করেন। উল্লেখ্য, ডক্টর জয়শঙ্কর ৬ দিনের ব্রিটেন ও আয়ারল্যান্ড সফর করছেন।