![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/09/Florida-Highway-380x214.jpg)
রাস্তার উপর ছড়ানো বিয়ারের ক্যান। যার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের (US) ফ্লোরিডার (Florida) জাতীয় সড়ক। ফ্লোরিডার ওই জাতীয় সড়ক জুড়ে বিয়ারের অজস্র ক্যান ছড়িয়ে ছিটিয়ে থাকায়, জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। সংবাদমাধ্যমে সেই ছবি উঠে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। দেখুন ভিডিয়ো...
A Florida highway was temporarily closed after a semitrailer carrying cases of Coors Light crashed and turned the roadway into a silver sea of beer cans. https://t.co/7HMhhXKa8l pic.twitter.com/pay87q9grL
— ABC News (@ABC) September 22, 2022